State

হাইকোর্টের নির্দেশ মেনে পাহাড়ে সিআরপিএফ

Published by
News Desk

গত ১৪ জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পাহাড়ে শান্তি ফেরাতে সেখানে ৪ কোম্পানি সিআরপিএফ পাঠাতে হবে। আর তা পাঠাতে হবে নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যে। হাইকোর্টের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হল। এদিন দার্জিলিং, কালিম্পং ও সোনাদায় ৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। রাস্তায় নেমে টহলও দিচ্ছে তারা। তবে তাদের থাকার জায়গা নিয়ে বিকেল পর্যন্ত জটিলতা বজায় ছিল।

এদিকে পাহাড়ে সিআরপিএফ মোতায়েন থাকলে সেখানে অগ্নিসংযোগের ঘটনা কমে কিনা সেদিকে চেয়ে অনেকেই। কারণ অগ্নিসংযোগকে এখন আন্দোলনের প্রধান হাতিয়ারে পরিণত করেছে মোর্চা। যদিও অধিকাংশ ক্ষেত্রেই অগ্নিসংযোগের ঘটনায় তাদের হাত নেই বলে দাবি করছে মোর্চা নেতৃত্ব।

Share
Published by
News Desk