Categories: State

বাইসনের মৃত্যু, কাঠগড়ায় ঘুমপাড়ানির ওভারডোজ

Published by
News Desk

ঘুম পাড়ানি গুলির শিকার হল ২ টি বাইসন। হাতির পর ঘুম পাড়ানি গুলিতে ফের পশু মৃত্যুর ঘটনায় আবারও ওভারডোজের অভিযোগ উঠছে। যদিও ওভারডোজের কথা মানতে চাননি বন দফতরের আধিকারিকরা। শুক্রবার সকালে বাইসনের আক্রমণে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ির লাটাগুড়িতে। এদিন দুটি বাইসন পাশের জঙ্গল ছেড়ে আচমকাই ঢুকে পড়ে সোমপাড়া লোকালয়ে। লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাতে থাকে তারা। অনেকগুলি বাড়ি ভাঙচুর হয়। আতঙ্কে এলাকার মানুষজন পালাতে শুরু করেন। অনেকে বাড়িতে লুকিয়ে পড়েন। বাইসনের হামলায় দুটি গরুর মৃত্যু হয়। অনেকগুলি গরুর চোট লেগেছে। ঘটনাস্থলে হাজির হন বনকর্মীরা। ঘুম পাড়ানি ওষুধ ছুঁড়ে তাঁরা বাইসন দুটিকে নিস্তেজ করে দেন। কিন্তু তারপর আর ঘুম ভাঙেনি বাইসন দুটির। এদিকে এদিন ডুয়ার্সের আমবাড়ি চা বাগানে সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয় অন্য একটি বাইসনের।

Share
Published by
News Desk