State

বাজির কারখানায় আগুন, মৃত ১

Published by
News Desk

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ১ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও ২ জন। যাঁদের মধ্যে একজন কারখানার মালিক। চম্পাহাটির বাজির কথা সকলের জানা। কার্যত পশ্চিমবঙ্গের শিবকাশীতে পরিণত হয়েছে চম্পাহাটি।

এখানেই বাজির কারখানা চালান প্রদীপ মণ্ডল। এদিন আচমকাই ফার্মে বিস্ফোরণ হয়। বাজির মশলা থাকায় আগুন দ্রুত ছড়াতে কোনও সমস্যা হয়নি। মুহুর্তে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে আসে। আগুনে পুড়ে মারা যান কারখানার মালিক প্রদীপ মণ্ডলের ভাই অশোক মণ্ডল। আগুনে দগ্ধ হন প্রদীপ মণ্ডল ও এক শ্রমিক। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। ২ জনের অবস্থাই আশঙ্কাজনক।

Share
Published by
News Desk