State

চলছে তাণ্ডব, কুকরি হাতে মিছিল মহিলা মোর্চার

Published by
News Desk

এদিন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সিংমারি থেকে টয় ট্রেন স্টেশন পর্যন্ত কুররি হাতে মিছিল করলেন মহিলা মোর্চার সদস্যরা। পুলিশের সামনেই শান্তিপূর্ণভাবে শেষ হয় মিছিল। অন্যদিকে পাহাড়ে অশান্তি অব্যাহত। আগুন, ভাঙচুরের রাজনীতিকেই যে মোর্চা তাদের আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত করেছে তা প্রাত্যহিক ঘটনা প্রবাহ থেকে পরিস্কার।

বৃহস্পতিবার রাতে মাত্র ২ ঘণ্টার ব্যবধানে পাহাড়ের চারটি জায়গায় আগুন লাগায় মোর্চা। রাত সাড়ে ১০টা নাগাদ কার্শিয়ংয়ের আরপিএফ ডিরেক্টরেটের দফতরে আগুন দেওয়া হয়। ১১টা নাগাদ সুখিয়াপোখরির একটি চেকপোস্টে আগুন লাগানোর ঘটনা ঘটে। এর ঘণ্টা খানেক পর লোধাময় বনদফতরের একটি গেস্ট হাউসে আগুন লাগানো হয়। অগ্নিসংযোগের ঘটনা ঘটে মিরিকের প্রেমচন্দ্র মেমোরিয়াল সরকারি গ্রন্থাগারে। রাত প্রায় ১টা নাগাদ লাগানো এই আগুনে পুড়ে যায় সব বইপত্র।

Share
Published by
News Desk