State

বাড়ি থেকে অনেক দূরে রেললাইনে উদ্ধার ছাত্রীর দেহ

Published by
News Desk

মছলন্দপুরের কাছে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। অষ্টম শ্রেণির ওই ছাত্রীর নাম অদিতি মুখোপাধ্যায়। মায়ের কাছে বকুনি খেয়ে গত বুধবার আগরপাড়ার বাড়ি থেকে সন্ধেয় সকলের অলক্ষ্যে বেরিয়ে যায় অদিতি। সঙ্গে ছিল তার মায়ের মোবাইল ফোন। রাতেও তার খোঁজ না মেলায় ঘোলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে তার পরিবারের লোকজন। পরে তার মায়ের ফোন থেকে বাড়িতে ফোন আসে। ফোন আসে বনগাঁ জিআরপি থেকে।

এদিন সকালে পরিবারের লোকজন সেখানে হাজির হয়ে অদিতির দেহ দেখতে পান। বাড়ির প্রশ্ন এটা যদি আত্মহত্যার ঘটনা হবে, তাহলে অদিতি অতদূরে গেল কেন? এর পিছনে অন্য কারও হাত থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk