State

মন্ত্রী গৌতম দেবের ওপর হামলার চেষ্টা, অভিযোগ মোর্চার বিরুদ্ধে

Published by
News Desk

নেপালি কবি ভানু ভক্তের ২০৩ তম জন্মদিবস পালন করতে এদিন শিলিগুড়ি থেকে পানিঘাটা আসেন রাজ্যের প‌‌র্যটনমন্ত্রী গৌতম দেব। অভিযোগ পানিঘাটার কাছে সেই অনুষ্ঠানে পৌঁছনোর আগেই রাস্তায় পাথর ফেলে তাঁকে আটকানোর চেষ্টা হয়। তারপরও অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছলে কুকরি ও পাথর হাতে তাঁর দিকে তেড়ে আসেন মোর্চা সমর্থকেরা। চলে স্লোগান।

অবশেষে কোনওক্রমে অনুষ্ঠান সেরে তড়িঘড়ি ফেরত আসেন তিনি। মন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই একটি পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে মোর্চার বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মোর্চা নেতৃত্ব।

Share
Published by
News Desk