State

গোর্খাল্যান্ডের দাবির পাশে দাঁড়িয়ে পুরস্কার ফেরালেন পাহাড়ের ৩ বিশিষ্ট

Published by
News Desk

নেপালি কবি ভানু ভক্তের ২০৩ তম জন্মদিন পালিত হল পাহাড়ে। বিরাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা পালন করল মোর্চা। বহু মানুষের জমায়েত হয় অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেই পাহাড়ের ৩ বিশিষ্টজন রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিয়ে খোলাখুলি গোর্খাল্যান্ডের দাবির পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এঁদের মধ্যে রয়েছেন নেপালি সাহিত্যিক কৃষ্ণ সিংহ মোক্তান। ২০০৪ সালে ভানু ভক্ত স্মৃতি পুরস্কার ও ২০১৪ সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি। এদিন ২টি পুরস্কারই ফিরিয়ে দেন তিনি।

প্রতিবাদের ভাষা হিসাবে ২০১৬ সালে রাজ্য সরকারের দেওয়া সঙ্গীত সম্মান পুরস্কার এদিন ফিরিয়ে দেন নেপালি সঙ্গীতশিল্পী পদ্মা ইয়াঞ্জন। ২০১৫ সালে পেয়েছিলেন শিক্ষারত্ন পুরস্কার। সেই পুরস্কার এদিন ফিরিয়ে দেন কার্শিয়ং কলেজের অধ্যক্ষ প্রভাত প্রধান।

Share
Published by
News Desk