State

ফেসবুকে ভুয়ো পোস্ট করে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

Published by
News Desk

পশ্চিম বর্ধমানের হিরাপুর থেকে গ্রেফতার করা হল বিজেপির আসানসোল আইটি সেলের সম্পাদক তরুণ সেনগুপ্তকে। ফেসবুকে আপত্তিকর পোস্ট ও ভুয়ো ভিডিও প্রকাশের অভিযোগে তাকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ওই বিজেপি নেতা ফেসবুকে এমন কিছু ভুয়ো ভিডিও পোস্ট করে যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছিল। তাই ওই নেতাকে গ্রেফতার করা হল।

যদিও বিজেপি এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছে। এর আগেও বসিরহাটে উত্তেজনায় উস্কানিমূলক ভুয়ো পোস্ট করা হয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। গত সোমবার এক বিজেপি নেত্রীর গোধরা কাণ্ডের সময়ের একটি ছবিকে বসিরহাটের ছবি বলে পোস্ট করা নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

Share
Published by
News Desk