State

মহিলা থানায় গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

Published by
News Desk

মালদহের ইংরেজ বাজারের মহিলা থানা। সূত্রের খবর, এখানেই গত সোমবার রাতে সহকর্মীর বন্দুক থেকে গুলি ছিটকে ঢুকে যায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারের দেহে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অপারেশন করে গুলি রাতেই দেহ থেকে বার করা হয়। তবে এখনও আশঙ্কাজনক অবস্থা থেকে বার হতে পারেননি তিনি।

রাতে থানার মধ্যেই এক মহিলা কনস্টেবলের হাতে থাকা বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে লাগে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের গায়ে। আপাত দৃষ্টিতে দুর্ঘটনা হলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk