State

মোর্চার তাণ্ডব অব্যাহত, টার্গেট পুলিশ, সরকারি দফতর

Published by
News Desk

পোখরিয়াবং পুলিশ ফাঁড়িতে হামলা চালাল মোর্চা। হামলায় ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের অভিযোগও উঠেছে মোর্চার বিরুদ্ধে। এদিন সুখিয়াপোখারি পুলিশ আউটপোস্টেও আগুন ধরিয়ে দেন মারমুখী মোর্চা সমর্থকেরা। এছাড়া গত শনিবার রাতে কার্শিয়ংয়ে এসডিও-র দফতর ও গৈরিগাঁওতে বন দফতরের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। সরকারি সম্পত্তি নষ্ট করাই এখন মোর্চার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এদিন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন পৃথক গোর্খাল্যান্ড চেয়ে মোর্চার এই তাণ্ডবে বিদেশি শক্তির হাত রয়েছে। তবে রাজ্য সরকার যে কিছুতেই গোর্খাল্যান্ড হতে দেবে না তাও এদিন পরিস্কার করে দেন তিনি।

 

Share
Published by
News Desk