State

বানভাসি ডুয়ার্স, ফুঁসছে তোর্সা-জলঢাকা-ইলান্ডি-ডুডুয়া

Published by
News Desk

একটানা বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। এসএম কলোনি, নেতাজি‌ পল্লি সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে গেছে। ধূপগুড়ির অনেক জায়গাই প্লাবিত। ৩১ নম্বর জাতীয় সড়কেও জল উঠে এসেছে। ফলে প্রবল সমস্যায় ডুয়ার্সের মানুষজন। বৃষ্টিও থামার নাম নিচ্ছে না। ফলে ক্রমশ অবস্থা জটিল আকার নিচ্ছে। এখানকার ৪টি নদী তিস্তা, জলঢাকা, ইলান্ডি ও ডুডুয়া। সবই ফুঁসছে। ইতিমধ্যেই তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। অবস্থার দিকে নজর রাখছে প্রশাসন।

 

Share
Published by
News Desk