Categories: State

দোলের সকালে মিলল দেহ, আটক ২ সহকর্মী

Published by
News Desk

দোলের সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূমের নলহাটিতে। পরিবারের অভিযোগ সুখেন বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে তাঁর কয়েকজন সহকর্মী ডেকে নিয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। এদিন সকালে তাঁর দেহ স্থানীয় একটি নির্মীয়মাণ বাড়ির সামনে রাখা ক্রাসারের সামনে দেখতে পাওয়া যায়। পরিবারের অভিযোগ সুখেনবাবুকে ক্রাসারে ফেলেই হত্যা করা হয়েছে। হত্যার পিছনে তাঁর সহকর্মীরাই জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে মৃত সুখেন বন্দ্যোপাধ্যায়ের দুই সহকর্মীকে আটক করেছে পুলিশ।

Share
Published by
News Desk