State

নতুন সংসার গড়ার স্বপ্ন বাস্তব করতে মেয়েকে গলা টিপে খুন!

Published by
News Desk

কালনা বাস স্ট্যান্ডে একটা বাসে উঠে বসেও পড়েছিল। ওই বাসেই গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব ভেস্তে গেল পুলিশের সঠিক সময়ে ওই বাসেই হানা দেওয়ায়। পালানো তো হলই না, বরং আপাতত শ্রীঘরে জায়গা হয়েছে কালনার মধুবন এলাকার গৃহবধূ রুমা সাঁতরার। যাকে নিজের শিশুকন্যাকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। কী হয়েছিল? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রুমার স্বামী মারা যান ৩ বছর আগে। তখন তার ৩ সন্তান। প্রথম ২ জন থাকে রুমার মায়ের কাছে। ছোটটা থাকত রুমার কাছে। স্বামীর মৃত্যুর পর কলকাতায় পরিচারিকার কাজ করে সন্তানকে বড় করছিল রুমা। এরমধ্যেই তার সঙ্গে এক গাড়ি চালকের আলাপ হয়। সেই ব্যক্তি রুমার বাড়িতেও ঘন ঘন আসতে শুরু করে। রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। রুমাও চাইছিল নতুন করে সংসার করতে। কিন্তু তার নতুন প্রেমিকের শিশু সমেত রুমাকে বিয়ে করে ঘরে তোলায় আপত্তি ছিল। পুলিশের প্রাথমিক অনুমান সেই কারণেই রুমা ছোট মেয়েকে খুন করে তাকে নিয়ে হাসপাতালে ছোটে। জানায় খেলতে খেলতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু চিকিৎসকদের অভিজ্ঞ চোখে ধুলো দেওয়া যে সোজা নয় তা রুমা বুঝে উঠতে পারেনি। আপাতত মেয়েকে খুনের অভিযোগে গারদের পিছনে জায়গা হয়েছে তার।

 

Share
Published by
News Desk