State

পিঠে টিউবলাইট ভেঙে, জিটিএ চুক্তি পুড়িয়ে আন্দোলনে মোর্চা

Published by
News Desk

গত সোমবার ইদ উপলক্ষে কোনও কর্মসূচি ছিলনা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই ফের নিজমূর্তি ধারণ করল গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিংয়ে এদিন বিশাল মিছিল করেন মোর্চা সমর্থকেরা। এছাড়া জিটিএ এলাকাভুক্ত ৪৫টি জায়গায় তারা মিছিল বার করে। দার্জিলিংয়ে মিছিল চলাকালীন একজায়গায় দাঁড়িয়ে পড়েন মোর্চা কর্মী সমর্থকেরা। চকবাজারের কাছে বেশ কয়েকজন মোর্চা সমর্থক খালি গায়ে পিঠ করে দাঁড়ান। সেখানে তাঁদের পিঠে টিউবলাইট ভাঙা হয়। রক্ত ঝরতে থাকে পিঠ দিয়ে। এর মাধ্যমে মোর্চার বার্তা, যত কষ্টই হোক তাঁরা তাঁদের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। টিউবলাইট কর্মসূচির পর জিটিএ-এর ত্রিপাক্ষিক চুক্তিপত্রেও আগুন ধরিয়ে দেন মোর্চা সমর্থকেরা। আগুনের চারপাশে দাঁড়িয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। মোর্চার তরফে কার্যত হুঁশিয়ারির সুরেই বার্তা দেওয়া হয়েছে, জিটিএ নির্বাচনে পাহাড়ের কোনও দল দাঁড়াবে না। এমনকি অন্য কোনও দল দাঁড়ালেও প্রার্থীদের নিজেদের দায়িত্বেই দাঁড়াতে হবে বলে এদিন হুঁশিয়ারির সুরেই জানিয়ে দিয়েছে মোর্চা।

 

Share
Published by
News Desk