State

ইস্যু পাহাড়, ধুন্ধুমার সমতল

Published by
News Desk

মোর্চা যখন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় অচল করে রেখেছে, ঠিক তখনই সমতলে বিপরীত দাবি নিয়ে মিছিল করলেন বহু মানুষ। বাংলা ভাঙা যাবে না, এই দাবিকে সামনে রেখে এদিন শিলিগুড়িতে একটি মিছিল বার হয়। কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, মিছিল ছিল সাধারণ মানুষের। ফলে মিছিল বাঘাযতীন পার্ক থেকে শুরুর সময়ে যে বহরে ছিল তা ক্রমশ বড় হয়েছে। গন্তব্য ছিল এয়ারভিউ মোড়। শান্তিপূর্ণ মিছিল ঠিকঠাক এগোচ্ছিল। বহু মানুষ নিজেরাই এগিয়ে এসে যোগ দিচ্ছিলেন মিছিলে। গোল বাঁধল এয়ারভিউ মোড়ে মিছিল শেষ না হয়ে মহানন্দা সেতুর দিকে এগোতে থাকলে। পুলিশি বন্দোবস্ত ছিলই। তারা ব্যারিকেড করে রেখেছিল হিলকার্ট রোডে। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার বাঁধে। শুরু হয় পুলিশ জনতা ধস্তাধস্তি। উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। অবশেষে বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে।

 

Share
Published by
News Desk