Categories: State

প্রার্থী পছন্দ নয়, কুলপিতে তাণ্ডব বিজেপি কর্মীদের

Published by
News Desk

প্রার্থী পছন্দ না হওয়ায় কুলপির বিজেপি ব্লক সভাপতিকে মারধর করলেন কর্মীদের একাংশ। বিধানসভা ভোটে কুলপিতে স্বপন হালদারকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ এই সিদ্ধান্ত মানতে নারাজ। স্বপন হালদারকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে অবিলম্বে এই কেন্দ্রে প্রার্থী বদলে সোচ্চার হন তাঁরা। এদিন প্রার্থীর কুশপুতুলও দাহ করেন ক্ষুব্ধ কর্মী সমর্থকরা। তাঁদের আরও অভিযোগ এলাকার মানুষ স্বপন হালদারকে প্রার্থী হিসাবে না চাইলেও তাঁকে জোর করে প্রার্থী করা হয়। এর পিছনে হাত রয়েছে বিজেপির ব্লক সভাপতি বিদ্যুত পুরকাইতের। এই অভিযোগে এদিন বিদ্যুতবাবুর ওপর চড়াও হন বিজেপি কর্মীরা। তাঁকে মারধরও করা হয়।

Share
Published by
News Desk