State

কালনায় ‘প্রহৃত’ জর্জ বেকার

Published by
News Desk

বিজেপির রাজ্যসভার সাংসদ জর্জ বেকারকে ভর্তি করা হল কালনা মহকুমা হাসপাতালে। এক সময়ের বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জর্জ বেকার এদিন কালনায় গিয়েছিলেন বিজেপির বিস্তারক কর্মসূচির কাজে। অভিযোগ সাংসদের গাড়ি কালনার ৫ নম্বর ওয়ার্ডে ঢোকার পর আটকানো হয়। তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িও। মারার সময় ব্যবহার করা হয় হকির স্টিকও। বিজেপির অভিযোগ জর্জ বেকারকে মারধর করেন তৃণমূলকর্মীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ঘটনার পর পুলিশ এসে আহত অবস্থায় জর্জ বেকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

 

Share
Published by
News Desk