State

বন্‌ধের জের, থমথমে পাহাড়, বন্ধ দোকান-হোটেল, শুনসান রাস্তাঘাট

Published by
News Desk

নেদারল্যান্ডসে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিমানবন্দরে দার্জিলিং নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। জানিয়ে দিলেন জাতির নামে কোনও বিভাজন সহ্য করা হবেনা। এদিকে এদিনও পাহাড় বন্‌ধে অচল দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন কোণা। বড় কোনও ঘটনা না ঘটলেও এদিনও মোর্চার তরফে বেশ কয়েকটি মিছিল বার করা হয়। গরুবাথানে রাস্তা অবরোধ করেন মোর্চা সমর্থকেরা। গোটা পাহাড়ে ‌যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। চারিদিকে পুলিশ ও আধাসেনায় ছয়লাপ। কোনও দোকানপাট খোলেনি। খোলেনি হোটেলও। এদিকে এদিন মোর্চার আন্দোলনে ‌যোগ দিতে পারেন হরকা বাহাদুর ছেত্রী। মোর্চার এই প্রাক্তন নেতা এখন মোর্চা থেকে বেরিয়ে নিজের দল গড়েছেন। তিনি এদিন মোর্চার সঙ্গে ‌যোগ দিতে পারেন।

 

Share
Published by
News Desk