Categories: State

রাতের অন্ধকারে প্রার্থীর বাড়িতে দুষ্কৃতি তাণ্ডব

Published by
News Desk

রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের অরবিন্দগড়ে। অভিযোগ রবিবার রাতে কংগ্রেস প্রার্থী বিকাশরঞ্জন সরকারের বাড়ির আলো ভেঙে অন্ধকারে বাড়িতে ঢোকে দুষ্কৃতিরা। তারপর ভাঙচুর করে পালিয়ে যায়।

দুষ্কৃতিদের ভাঙচুরের আওয়াজে বাড়ির লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতিরা চম্পট দেয় বলে দাবি করেছেন বিকাশবাবু। সোমবার সকালে আলিপুরদুয়ার পুলিশ স্টেশনে খবর দেন বিকাশরঞ্জনবাবু।

তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই একাজ করেছে বিরোধীরা। এভাবে বাড়িতে হামলার পর তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk