State

সমর্থকের মৃতদেহ নিয়ে দার্জিলিংয়ে মোর্চার বিশাল মিছিল

Published by
News Desk

গত শনিবারের ধুন্ধুমারের পর রবিবার অপেক্ষাকৃত শান্ত দার্জিলিং। কোথাও কোনও সংঘর্ষের খবর নেই। তবে সকালে একটি মৌন মিছিল বার করেন মোর্চা সমর্থকেরা। বেলা বাড়লে তাঁদের পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে ৩ মোর্চা সমর্থকের দেহ নিয়ে মিছিল বার হয় দার্জিলিংয়ে। চকবাজার থেকে মিছিল এগোয়। মিছিলে পা মেলান কয়েক হাজার মোর্চা সমর্থক। ছিল পুলিশি নিরাপত্তার ঘেরাটোপও। রাস্তায় দু’ধারে সারি দিয়ে পুলিশ, আধা-সেনা, কমব্যাট ফোর্স। তবে শান্তিপূর্ণভাবেই দাঁড়িয়ে থেকেছেন তাঁরা। নজর রেখেছেন পরিস্থিতির দিকে। অন্যদিকে রাজপথের তখন দখল নিয়েছেন মোর্চা সমর্থকেরা। মোর্চার দাবি গত শনিবার পুলিশের গুলিতে তাদের ৪ সমর্থকের মৃত্যু হয়। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। পাল্টা পুলিশের তরফে জানানো হয়েছে মোর্চার ছোঁড়া গুলিতে তাঁদের ১৯ জন কর্মী আহত। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটজনক। গত শনিবার এক পুলিশ আধিকারিকের গলায় কুকরির কোপও বসান মোর্চা সমর্থকেরা। এদিকে মোর্চার ৩ সমর্থকের দেহ নিয়ে মিছিল থেকে এদিন গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেওয়া হয়। অনেকের হাতে ছিল কালো পতাকা। অনেকের হাতে জাতীয় পতাকা। তবে প্ররোচনামূলক কোনও পদক্ষেপ তাঁরা করেননি। এই কদিনে যখনই পুলিশ ও মোর্চা সমর্থকেরা মুখোমুখি হয়েছেন, তখনই রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। এদিন কিন্তু তার উল্টো ছবিই ধরা পড়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts