State

মোর্চার ডাকা বন্‌ধে প্রভাব সমতলে

Published by
News Desk

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্‌ধে প্রভাব দেখা গেল সমতলে। ডুয়ার্সের অনেক জায়গায় এদিন সকাল থেকে যানবাহনের দেখা মেলেনি। দোকানপাট বন্ধ। মানুষও রাস্তায় বার হওয়া এড়িয়েছেন। কেবল ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। এদিন বন্‌ধের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পিকেটিং করেন মোর্চা সমর্থকেরা। রাস্তা জুড়ে বসে পড়েন তাঁরা। জোর করে বন্‌ধ করানোর চেষ্টার অভিযোগে কালচিনিতে ৩ বন্‌ধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তবে এদিন যেখানেই মোর্চা সমর্থকেরা জোর করার চেষ্টা করেছেন, সেখানেই পুলিশ কড়া হাতে তা দমন করেছে। তবে সেই অর্থে কোনও অশান্তির খবর মেলেনি। সকালে জয়গাঁর মংলাবাড়িতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও তা বেশিদূর গড়ায়নি। অন্যদিকে বানারহাটে জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। এখানে বেশকিছু দোকানও খুলেছে। যানবাহনেরও দেখা মিলেছে।

 

Share
Published by
News Desk