Categories: State

ঘুম থেকে উঠল না দাঁতাল

Published by
News Desk

তাণ্ডব ঠেকাতে রবিবার ছোঁড়া হয়েছিল ঘুমপাড়ানি ওষুধ। কাজও হয়। কিন্তু সোমবার চিরদিনের জন্য ঘুমের দেশে চলে গেল একটি পূর্ণাঙ্গ দাঁতাল হাতি। ঘুমের ওষুধের ওভারডোজের জেরেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রবিবার বাঁকুড়া থেকে বর্ধমানে ঢোকে দুটি হাতি। একটি দাঁতাল ও একটি ছোট হাতি। বর্ধমানের মন্তেশ্বর ও ভাতারে তাণ্ডব চালিয়ে ৪ জনকে হত্যা করে হাতি দুটি। হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটিকে ঘুম পাড়াতে ট্র্যাঙ্কুলাইজার ছোঁড়েন। তারপর এদিন সকালে বড় হাতিটির মৃত্যু হয়। হাতির মৃত্যু খতিয়ে দেখতে হস্তি বিশেষজ্ঞ তলব করা হয়েছে।

Share
Published by
News Desk