State

ফুচকা খাওয়ার টাকা চাওয়ায় ছেলেকে খুন করল বাবা!

Published by
News Desk

ফুচকা খাওয়ার জন্য মাত্র ৫টা টাকা বাবার কাছে আবদার করে চেয়েছিল ১২ বছরের ছেলেটি। কিন্তু বাবার কাছে সেই আবদার যে তাকে এক নিষ্ঠুর মৃত্যু উপহার দেবে তা বোধহয় তার জানা ছিলনা। অভিযোগ, ফুচকা খেতে ৫ টাকা চাওয়ায় ছেলে সঙ্গম পাসোয়ানকে প্রথম চড় মারে তার বাবা লক্ষ্মণ। তারপর তার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। স্বামীর এই চরম নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে লক্ষ্মণের হাতে বেদম মার খান স্ত্রী। লক্ষ্মণের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশিরা। হাতেনাতে লক্ষ্মণকে ধরে ফেলেন তাঁরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ১২ বছরের সঙ্গমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কোচবিহারের দিনহাটায় সন্তানের প্রতি পিতার এমন পাশবিক আচরণে হতবাক গোটা দেশ।

 

Share
Published by
News Desk