State

বাবা যখন ‘ধর্ষক’!

Published by
News Desk

বাবার চেয়ে বড় রক্ষক মেয়েদের কাছে আর কেউ হননা। বাবা সঙ্গে থাকলে তারা নির্ভয়। সেই চিরন্তন বিশ্বাসেই আঘাত করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক মেয়ের বাবা। দশম শ্রেণিতে পড়া কিশোরী মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে আপাতত গারদের পিছনে জায়গা হয়েছে তার। মেয়ের অভি‌যোগক্রমেই পুলিশ তাকে গ্রেফতার করে। এখন মেয়েই চাইছে বাবার যেন ফাঁসি হয়। পুলিশ সূত্রের খবর, মেয়েটির দাবি বেশ কিছুদিন ধরেই বাবা তাকে ধর্ষণ করছিল। যে বাড়ি, পরিবার সকলের খুব নিশ্চিন্ত আশ্রয় হয়, সেই বাড়িই হয়ে উঠেছিল তার কাছে নরকসম। একসময়ে বাবার এই পাশবিক লালসা আর সহ্য করতে না পেরে মাকে সে সব খুলে বলে। কিন্তু মায়ের দিক থেকেও তেমন সমর্থন পায়নি সে। অগত্যা স্কুলে বার হওয়ার নাম করে সোজা রঘুনাথগঞ্জ থানায় গিয়ে বাবার নামে লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই কিশোরী। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তার বাবাকে গ্রেফতার করে পুলিশ।

 

Share
Published by
News Desk