State

মদ খাইয়ে নাবালককে খুন, গ্রেফতার ১৫ বছরের কিশোর

Published by
News Desk

৯ বছরের এক নাবালককে খুনের ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে কিশোরের বাবাকেও। অভিযোগ, গত শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা বছর নয়েকের রেজাউল বেপাত্তা ছিল। তাকে শেষ দেখা গিয়েছিল এক কিশোরীর সঙ্গে খেলতে।

পুলিশ তদন্তে নেমে রেজাউলের প্রতিবেশি এক বছর ১৫-র কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রের খবর, তাতেই বেরিয়ে আসে আসল কথা। পুলিশের জেরার মুখে ওই কিশোর স্বীকার করে নেয় সেই রেজাউলকে জল খাওয়ানোর নামে মদ খাওয়ায়। মদ খাইয়ে ঠান্ডা মাথায় তার গলায় গামছা জড়িয়ে খুন করে সে। তার ধারণা তার ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পিছনে প্রতিবেশি রেজাউলের হাত ছিল। তাই বদলা নিতেই এই খুন।

Share
Published by
News Desk