State

২ দিন পর ছন্দে ফিরল দার্জিলিং, ম্যালে পর্যটকদের আনাগোনা

Published by
News Desk

বৃহস্পতিবার ও শুক্রবার অনেক অশান্তি পোহানোর পর শনিবার থেকে ফের কিছুটা ছন্দে ফেরা শুরু করল দার্জিলিং। এদিন ম্যালে বেশ কিছু পর্যটকের দেখা মিলেছে। পরিস্থিতি শান্ত হওয়ায় অনেকে দার্জিলিংয়ে বেড়াতে আসার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করতে চাননি। তাঁরা এসেছেন। ম্যালে ঘুরেছেন। কেনাকাটা করেছেন। ম্যালের আশপাশের দোকানগুলিও এদিন খুলেছে। ফলে সেই পুরনো চেহারায় দার্জিলিং ফের সেজে উঠেছে। তবে ভরা মরসুমেও পর্যটকের সংখ্যা নগণ্যই। ম্যাল এ সময়ে এতটা ফাঁকা থাকাটা অস্বাভাবিক। কিন্তু সেই দৃশ্যই নজর কেড়েছে। তবে এটা পাহাড়বাসীর জন্য ভাল খবর যে পর্যটকরা কিছু হলেও এসেছেন। এদিকে যাঁরা বৃহস্পতিবারের পরিস্থিতিতে দার্জিলিংয়ে ছিলেন তাঁদের অনেকেই কিন্তু এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। অনেকে এদিন কলকাতায় ফেরেন। কিন্তু শহরে ফিরেও তাঁদের মুখে চোখে আতঙ্কের ছাপ। এই অবস্থায় ফের তাঁরা দার্জিলিং যাওয়ার সাহস করবেন কিনা তাও এখনও ঠিক করে উঠতে পারেননি অনেকে।

 

Share
Published by
News Desk