State

বন্‌ধে থমথমে দার্জিলিং, মংপুতে আগুন, ভাঙচুর

Published by
News Desk

বৃহস্পতিবারের তাণ্ডবের পর রাজ্য সরকারের ডাকে দার্জিলিংয়ে চলছে সেনা টহল। চলছে বন্‌ধও। দোকানপাট বন্ধ। বেশ কিছু হোটেলও বন্ধ। রাস্তায় লোকজন নেই। পর্যটক ঠাসা রাস্তায় অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে এটাই ছিল পাহাড়ের রানির চেহারা। মেঘলা দিনে সর্বত্রই যেন একটা চাপা আতঙ্ক। দার্জিলিংয়ে এদিন ১২ ঘণ্টার বন্‌ধ পালন করে মোর্চা। আবার মুখ্যমন্ত্রীও দার্জিলিংয়ে রয়েছেন। সব পর্যটক সমতলে না ফেরা পর্যন্ত তিনি থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় এদিন দার্জিলিং শান্ত থাকলেও মোর্চা সমর্থকদের তাণ্ডবের আঁচে জ্বলল মংপু। সেখানে একটি নির্মীয়মাণ আইটিআই ভবনে এদিন আগুন ধরিয়ে দেন মোর্চা সমর্থকেরা। ভাঙচুর করা হয় গাড়িও।

 

Share
Published by
News Desk