Categories: State

শ্রমিক অসন্তোষ, তালা ঝুলল ইন্ডিয়া জুটমিলে

Published by
News Desk

শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় তালা ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। রবিবার সকালে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। তালা ঝোলানোর জেরে প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়লেন। গত শনিবার কারখানায় উৎপাদন ঘাটতির কারণ দেখিয়ে শ্রমিকদের কর্মদিবস সপ্তাহে পাঁচদিন থেকে কমিয়ে চারদিন করে দেন কারখানা কর্তৃপক্ষ। তাতে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানার এক ম্যানেজারকে মারধরও করেন তাঁরা। আহত ম্যানেজারকে হাসপাতালেও ভর্তি করতে হয়। কার্যত সেদিনের ঘটনার প্রেক্ষিতে এদিন কারখানা কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেন বলে অনুমান করছেন শ্রমিকদের একাংশ। কারখানা ফের খোলা নিয়ে সোমবার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

Share
Published by
News Desk