State

কোথাও যানবাহনের সমস্যা, তো কোথাও জল-বাতাসা, পরীক্ষা মিটল নির্বিঘ্নেই

Published by
News Desk

রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ হবে ৬ হাজার কর্মী। তার জন্য পরীক্ষার্থী ২৫ লক্ষ! এই খবর বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমের পাতায় ঘুরে বেড়াচ্ছিল। ফলে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্র প‌র্যন্ত পৌঁছনো ছিল রাজ্য সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। একদিনে এক সময়ে এত মানুষ রাস্তায় বার হলে যানবাহনের সমস্যা হতে পারে। সেকথা মাথায় রেখে আগাম বন্দোবস্তও করা হয়েছিল। ফলে বাস, গাড়ি, অটো, ট্যাক্সি, ফেরি সবই যথেষ্ট সংখ্যায় ছিল এদিন। পরীক্ষা দুপুরে হলেও শনিবার সকাল থেকেই দূরদূরান্তের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য রাস্তায় পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তেও থাকে। যানবাহনে ব্যাপক ভিড় নজরে পড়ে। তবে যানবাহন ছিল যথেষ্ট। তবে এর মাঝেই দুর্ঘটনার খবর মিলেছে মালদহ থেকে। মালদহের ‌যদুপুরে পরীক্ষা দিতে যাওয়ার সময় লরির ধাক্কায় ৩ পরীক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জলপাইগুড়িতে এদিন সকাল থেকেই যানবাহন ছিল অপ্রতুল। ফলে পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছতে হিমসিম খেতে হয়। এদিন বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে জল, বাতাসা দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।

 

Share
Published by
News Desk

Recent Posts