State

প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলের বেপরোয়া গাড়ির বলি ৪ গ্রামবাসী

Published by
News Desk

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জয়রামপুর পুলের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৪ গ্রামবাসীর। এঁদের মধ্যে ২ জন মহিলা। ২ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ২ জনের হাসপাতালে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের আসনে ছিল এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক হিদায়েতুল্লা চৌধুরীর ছেলে হামিদুল্লা চৌধুরী। দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি প্রথমে কুসুমবাজারের কাছে একটি বাইকে ধাক্কা মারে। এতে ক্ষিপ্ত জনতা গাড়িটিকে তাড়া করেন। পালাতে গিয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় হামিদুল্লা। গাড়িটি জয়রামপুর পুলের কাছে এলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরে ধাক্কা মারে। ট্র্যাক্টরে ধান তোলার কাজ হচ্ছিল। ওখানে ২ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ২ জন মারা যান। এদিকে ঘটনার পর থেকেই উধাও হামিদুল্লা চৌধুরী। তার বাবার দাবি, ছেলে তাঁর সঙ্গেও কোনও যোগাযোগ করেনি। ফোন করলেও তাকে পাওয়া যাচ্ছেনা। এদিকে এই ঘটনায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর তত্ত্ব সামনে এসেছে। হামিদুল্লার এক সঙ্গী স্বীকার করে নিয়েছে তারা নবদ্বীপের একটি জায়গা থেকে মদ্যপান করে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। স্টিয়ারিংয়ে ছিল তার বন্ধু হামিদুল্লা চৌধুরী। পুলিশ হামিদুল্লার খোঁজ শুরু করেছে।

 

Share
Published by
News Desk

Recent Posts