State

রসপুঞ্জে তৃণমূল নেতা খুন, ধৃত ৪

Published by
News Desk

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট রোডের ওপর রসপুঞ্জে তৃণমূল নেতা খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এরা সকলেই স্থানীয় বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। গত শুক্রবার পার্টি অফিস থেকে স্কুটারে বাড়ি ফিরছিলেন তৃণমূলের আঞ্চলিক সভাপতি ইসমাইল পৈলান। স্কুটার রসপুঞ্জের কাছে আসতেই মোটরবাইকে তাঁকে ঘিরে ঘরে দুষ্কৃতীরা। তারপর তাঁর পেটে গুলি করে চম্পট দেয়। পেটে গুলি লাগা অবস্থায় পেট চেপে ধরে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে এসে ছটফট করতে থাকেন ইসমাইল পৈলান। তখনই তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মাঝরাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk

Recent Posts