State

বিয়ের ৯ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বার হল নববধূর নিথর দেহ

Published by
News Desk

গত ৮ মে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে বেনারসি পড়ে প্রবেশ করেছিলেন। মাত্র ৯ দিন আগে নতুন জীবনে প্রবেশের একরাশ স্বপ্ন ছিল চোখে। কিন্তু সেদিন কেউ কী কল্পনাও করতে পেরেছিলেন, রাঙা পায়ে চৌকাঠ পার করা তরুণীর নিথর দেহ শ্বশুরবাড়ি থেকে বার হবে মাত্র ৯ দিনের ব্যবধানে! হল কিন্তু সেটাই। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাড়ি থেকে বছর ২৪-এর কাকলির দেহ বার করে আনল পুলিশ। পাঠানো হল ময়না তদন্তে। ঘটনায় পলতায় কাকলির বাপের বাড়িতে কারও চোখের জল বাধ মানছে না। কাকলির পরিবারের দাবি, বিয়ের পরেই স্বামী কুণাল অধিকারীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন কাকলি। সেকথা তিনি বাপের বাড়িতে ফোন করে জানানও। এই অবৈধ সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ান তিনি। স্বামীকে বার করে আনার চেষ্টা করেন। আর তাতেই বিপত্তি। পুলিশের কাছে পরিবারের অভিযোগ কাকলি অবৈধ সম্পর্কের বিরোধিতা করায় তাঁকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। এদিন তাঁর ঝুলন্ত দেহ শ্বশুরবাড়ির ঘর থেকে উদ্ধার করে পুলিশ। কাকলির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী কুণাল অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts