Categories: State

জোড়া হাতির হানা, মৃত ৪

Published by
News Desk

হাতির তাণ্ডবে মৃত্যু হল ৪ জনের। আহত অনেকে। মৃতদের মধ্যে ২ জন বর্ধমানের ভাতারের নসিগ্রামের বাসিন্দা। অন্য ২ জন কালনার মন্তেশ্বরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, হাতি দুটি বাঁকুড়া থেকে বর্ধমানে ঢুকেছে। খাদ্যের প্রয়োজনেই তারা লোকালয়ে হানা দিয়েছে বলে অনুমান তাঁদের। উন্মত্তের মত এলাকা জুড়ে হাতিযুগল তাণ্ডব চালাচ্ছে। নষ্ট করে দিচ্ছে মাঠের ফসলও।  বাঁকুড়ায় হাতির তাণ্ডব নতুন নয়। কিন্তু বর্ধমানে হাতির হানা সচরাচর দেখা যায় না। বাঁকুড়ায় প্রায়শই হাতির হানা হওয়ায় সেখানে হল্লা পার্টি রয়েছে। যাঁরা হাতি তাড়ানো কৌশল জানেন। বর্ধমানে হাতি তাড়াতে তাঁদেরও তলব করা হয়েছে। এদিকে হাতির তাণ্ডবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Share
Published by
News Desk