State

জেল পালানো দুষ্কৃতিকে ফের পাকড়াও করল পুলিশ

Published by
News Desk

ঝাউ জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হলনা। পুলিশের জালে ধরা পড়ে ফের তাকে ফিরতে হল সংশোধনাগারেই। পেট্রোল পাম্পে আগুন ও পুলিশকর্মী হত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত কুখ্যাত দুষ্কৃতি কর্ণ বেরাকে এদিন ফের পাকড়াও করে গারদের পিছনে ফেলতে সক্ষম হয়েছে পুলিশ।

গত ২ মে রাতের অন্ধকারে কাঁথি সংশোধনাগারের নিরাপত্তা বলয় ভেঙে চম্পট দেয় কর্ণ বেরা ও আর এক দুষ্কৃতি। এভাবে জেল ভেঙে কয়েদি পালানোর ঘটনায় মুখ পোড়ে কারা দফতরের। পালানো কয়েদিদের ফের গারদে পুরতে সবরকম চেষ্টা শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথির মাজিলাপুটের ঝাউবনে হানা দেয় পুলিশ। সেখান থেকেই ফের গ্রেফতার করা হয় কর্ণকে। পুলিশ সূত্রের খবর, জেল পালিয়ে প্রথমে পুরীতে লুকিয়ে ছিল সে। পরে ফিরে আসে কাঁথিতে।

Share
Published by
News Desk