State

তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার ২ কংগ্রেস নেতা, ক্লোজ আইসি

Published by
News Desk

বহরমপুরে তৃণমূল ছাত্রনেতা আসাদুল শেখকে বোমা মেরে গুলি করে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন স্থানীয় কংগ্রেস নেতা। ২ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার ও হীরু হালদার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বৃহস্পতিবার রাতে আসাদুল শেখ বাইকে চড়ে বাড়ি ফেরার সময় তাঁকে বহরমপুরের ভাকুড়ি এলাকায় বোমা মেরে গুলি করে খুন করা হয়। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা বাবলু শেখ। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে এই খুনের পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও কংগ্রেসের দাবি এই খুনে তারা কোনওভাবেই জড়িত নয়। গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিকে এদিন এই ঘটনায় কংগ্রেসের ২ নেতা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লোজ করা হয়েছে বহরমপুর থানার আইসি শৈলেন বিশ্বাসকে।

 

Share
Published by
News Desk