State

কোটি টাকার সাপের বিষ উদ্ধার

Published by
News Desk

শিলিগুড়ি থেকে মালদহগামী বাসে আচমকাই হানা দিয়ে আনুমানিক ১৪ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। সুদৃশ্য কাচের জারে প্রায় ৫০০ গ্রাম বিষ উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাজোলের কাছে বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে বিএসএফ। তখনই একটি অতি সাধারণ ব্যাগ থেকে উদ্ধার হয় বিষের জার। বিএসএফ সূত্রের খবর, বিষটি ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে ভারত হয়ে চিনে পাচারের চেষ্টা হচ্ছিল। জার ভর্তি সাপের বিষ বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts