State

বন্ধুর শোকে ‘আত্মঘাতী’ ছাত্র

Published by
News Desk

গত ২ মে নদিয়ার মোহনপুরের আইআইএসইআর-এর হস্টেলের একটি অব্যবহৃত বাথরুম থেকে উদ্ধার হয় মেধাবী ছাত্র সাগর মণ্ডলের দেহ। সাগরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে ও তার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে পোস্টার ক্যাম্পেন চলছিল। এদিকে মৃত ছাত্রের সঙ্গে ভাল সম্পর্ক ছিল স্থানীয় ফতেপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিত্র ঢালির। পড়াশোনা থেকে বিভিন্ন বিষয়ে সাগরের পরামর্শে রীতিমত মুগ্ধ ছিল সৌমিত্র। কিন্তু সেদিন সাগরের মৃতদেহ দেখার পর থেকেই মনমরা হয়ে পড়ে সে। বন্ধুকে হারানোর শোক সে ভুলতে পারছিলনা বলেই দাবি সৌমিত্রের পরিবারের। নাওয়া-খাওয়ার প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেখানেই শেষ নয়, গত রবিবার বাড়িতেই বিষ খায় সৌমিত্র। তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত সোমবার রাতে তার মৃত্যু হয়। সৌমিত্রর ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। ডায়েরিতে লেখা সেই সুইসাইড নোটে সৌমিত্র লিখেছে সে সাগর মণ্ডলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা। তাই তার সাগরের কাছেই চলল সে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk