State

বেআইনি মদের কারবারের বিরুদ্ধে মিছিল, দুষ্কৃতি কোপে প্রতিবাদীরা

Published by
News Desk

সিউড়ির কুখুরডি গ্রামের বেশ কয়েকজন মানুষ একজোট হয়ে গত রবিবার প্রতিবাদ করেছিলেন এলাকায় বাড়তে থাকা বেআইনি মদের কারবারের। সেই মিছিল করাই কাল হল। এদিন সকালে প্রকাশ্য দিবালোকে একদল বেপরোয়া দুষ্কৃতি তাণ্ডব চালাল প্রতিবাদীদের বাড়িতে। গ্রামের রাস্তা থেকে প্রতিবাদীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। এত বোমা পড়ে যে গোটা গ্রামটাতে বোমা ফাটার দাগের গ্রাফিতি তৈরি হয়েছে। সেখানেই শেষ নয়, বাড়ি বাড়ি টার্গেট করে চলে দেদার ভাঙচুর, গালিগালাজ।

গ্রামবাসীদের অভিযোগ পুলিশ সব দেখেও নিষ্ক্রিয় ছিল। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর শাসাতে শাসাতে এলাকা ছাড়ে দুষ্কৃতিরা। প্রতিবাদের উপযুক্ত ‘শিক্ষা’ দেওয়ার হুমকিও দিয়ে যায় তারা। এদিকে ঘটনার পর গোটা গ্রাম পুলিশে পুলিশে ছয়লাপ। গ্রামবাসীদের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে।

Share
Published by
News Desk