Categories: State

তৃণমূল নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

Published by
News Desk

গুলি করে হত্যার চেষ্টা হল এক তৃণমূল নেতাকে। অভিযোগ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারমপুরে নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা মজিরুদ্দিন মণ্ডলের ওপর গুলি চলে। তখন তিনি নিজের গাড়িতে ছিলেন। তাঁর অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক তাঁকে লক্ষ করে আচমকাই গুলি চালাতে শুরু করে। ৩ রাউন্ড গুলি চলে। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলেও অল্পের জন্য রক্ষা পান মজিরুদ্দিন। রাতে গঙ্গারামপুর থানায় নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল ইসলাম সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। নুরুল ইসলামও স্থানীয় তৃণমূল নেতা। ফলে ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসে পড়ল। যদিও তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম।

Share
Published by
News Desk