State

জলসা থেকে ফেরার পথে মহিলাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানি, গ্রেফতার ১

Published by
News Desk

তখন মধ্যরাত। জলসা দেখে ছেলের সঙ্গে বাড়ি ফিরবেন বলে জলসার মাঠের একধারে অপেক্ষা করছিলেন এক মহিলা। ছেলের বাইক নিয়ে এসে মাকে নিয়ে যাওয়ার কথা। ঠিক সেই সময় সেখান দিয়ে মত্ত অবস্থায় যাচ্ছিল জলসার অন্যতম উদ্যোক্তা মাধব নস্কর। মহিলার অভিযোগ, তাঁকে দেখে ওই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসে এবং কুপ্রস্তাব দেয়। তাঁকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়। রুখে দাঁড়ালে শুরু হয় মহিলার শাড়ি ধরে টানাটানি। এমন সময়ে তাঁর ছেলে ঘটনাস্থলে এসে পড়লে ছেলেকেও মারধর করে ওই ব্যক্তি। ছেলে তখন বাবাকে ফোন করে। খবর পেয়ে ওই মহিলার স্বামী, দাদা ও পাড়ার লোকজন ছুটে আসেন। বেগতিক বুঝে ওই মহিলাকে ঘুষি মেরে চম্পট দেয় মাধব নস্কর। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হলে সোনারপুরের খোয়াদা থেকে শনিবার সকালে মাধব নস্করকে গ্রেফতার করে পুলিশ।

 

Share
Published by
News Desk