State

হস্টেলের শৌচাগারে মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ

Published by
News Desk

নদিয়ার হরিণঘাটার মোহনপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন এণ্ড রিসার্চের হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ। ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয়। হস্টেলের লোকজনের দাবি, ওই শৌচাগার তেমন একটা ব্যবহার হত না। মৃত ছাত্র যথেষ্ট মেধাবী বলে পরিচিত। এদিকে কেন এমন এক ছাত্রের এমন পরিণতি তা নিয়ে হতবাক সকলেই। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে যারা রয়েছে তাদের শাস্তি ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এদিন মৃতদেহ রাস্তায় রেখে হরিণঘাটা-ফতেপুর রোডে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিজনেরা। প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ থাকে রাস্তা।

 

Share
Published by
News Desk

Recent Posts