State

লাভপুরে বোমাবাজি, ধৃত ৯

Published by
News Desk

লাভপুরে বোমাবাজির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের এদিন আদালতে পেশ করা হলে ৫ জনের জেল হেফাজত ও ১ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে গত শুক্রবারের পর শনিবারও দাঁরকা গ্রাম থমথম করছে। গতদিনের ভয়ংকর স্মৃতি এখনও গ্রামের মানুষের চোখেমুখে তাজা। ৯টি প্রাণ কেড়ে নিয়েছে সকালের বোমাবাজি। গ্রামে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। কার্যত গোটা গ্রামটাই পুরুষশূন্য হয়ে গেছে। স্কুল বন্ধ। শিক্ষকদের স্কুলে আসতে মানা করা হয়েছে। ছাত্রছাত্রীর তো প্রশ্নই উঠছে না। গ্রামে এখনও আতঙ্ক।

 

Share
Published by
News Desk