State

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে রাজ্যের কোণায় কোণায় মিছিল

Published by
News Desk

এবার যতটা ঘটা করে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হল এর আগে তেমনভাবে পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তী পালন দেখেননি রাজ্যবাসী। কলকাতা সহ প্রতিটি জেলার কোণায় কোণায় এদিন মিছিল বার হয়। ভক্তদের হাতে ছিল লাল ত্রিকোণ পতাকা। মুখে ছিল হনুমান স্তব। অনেক জায়গায় জয় শ্রীরাম ধ্বনিও গুঞ্জরিত হয়। হাওড়ায় এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে ২টি বড় মিছিল বার হয়। সালকিয়ার মিছিলে নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। অন্যটির নেতৃত্ব দেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। এদিকে বীরভূমের সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু এই মিছিলের অনুমতি পুলিশ দেয়নি। পুলিশ সূত্রের খবর, অনুমতি না দেওয়া সত্ত্বেও, এদিন বীরভূমের বিভিন্ন রাস্তায় মিছিল পরিক্রমা করে। বিজেপির কোনও নেতাকে অবশ্য মিছিলের পুরোভাগে দেখা যায়নি। এদিকে অনুমতি ছাড়া মিছিল এক জায়গায় আটকানোর চেষ্টা হলে ধুন্ধুমার বেধে যায়। পুলিশ লাঠিচার্জ করে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে। এদিন দুর্গাপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে বাইক মিছিল বার করে বিশ্ব হিন্দু পরিষদ। হনুমান জয়ন্তী উদযাপনে পিছিয়ে ছিলনা কলকাতাও। উল্টোডাঙ্গা স্টেশনের সামনে কলকাতার সবচেয়ে উঁচু হনুমান মূর্তির উদ্বোধন করেন মন্ত্রী সাধন পাণ্ডে। ২৫ ফুট উঁচু হনুমান মূর্তি দেখতে ভিড় জমান অনেকে।

 

Share
Published by
News Desk