State

দিদির দেওরের গুলিতে জখম তরুণী

Published by
News Desk

দাদার শ্যালিকার দিকে অনেকদিন ধরেই নাকি নজর ছিল তার। মাঝেমধ্যেই উত্ত্যক্তও করত। দিদির দেওরের এমন কাজ বড় একটা ভাল চোখে নিতেনও না ওই তরুণী। কিছুদিন আগে অন্যত্র বিয়েও ঠিক হয়ে যায় তাঁর। তারই ফল হল ভয়ানক। বনগাঁর গোপালনগরে এদিন সকালে সকলের সামনেই এক তরুণীকে গুলি করে হত্যার চেষ্টা করে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের শ্যালিকাকে প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। এদিন সকালে পরিবারের লোকজনের সঙ্গে চাকলায় পুজো দিতে গাড়িতে উঠতে যাচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ ঠিক তখনই সেখানে উদয় হয় তরুণীর দিদির দেওর। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর কাঁধে লাগে। ঘটনাস্থল থেকেই পঞ্চায়েত প্রধানের ভাইকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার হয়েছে। ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Share
Published by
News Desk