State

দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, পুলিশকে বাঁশপেটা করল জনতা

Published by
News Desk

দুর্ঘটনায় মুর্শিদাবাদের ফারাক্কায় ৩৪ নং জাতীয় সড়কের ওপর এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। যে ট্রাকটি রিমা হালদার নামে ওই একাদশ শ্রেণির ছাত্রীকে ধাক্কা মারে সেই ট্রাকটিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় আশপাশের বাস ও গাড়িতে। পুলিশ অবস্থা আয়ত্তে আনতে এলে উত্তেজিত জনতা রে রে করে তেড়ে যায় পুলিশের দিকে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। বাঁশ দিয়ে পুলিশের ওপর চড়াও হন তাঁরা। অগত্যা কার্যত প্রাণ বাঁচিয়ে প্রাথমিকভাবে পালিয়ে বাঁচেন পুলিশ কর্মীরা। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা আটকাতে এখানে ট্রাফিক পুলিশ বাড়ানোর জন্য বারবার অনুরোধ জানিয়েছেন তাঁরা। কিন্তু তারপরও চিত্র বদলায়নি। তার জেরেই এদিন এক স্কুল ছাত্রীর প্রাণ গেল বলে মনে করছেন স্থানীয় মানুষজন।

 

Share
Published by
News Desk