আগুন, প্রতীকী ছবি
প্রবাল মণ্ডলের সঙ্গে বুল্টি মণ্ডলের বিয়ে হয়েছিল ৮ বছর আগে। অভিযোগ তারপর থেকেই পণের দাবিতে বুল্টির ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। এরপর বারুইপুরের মল্লিকপুরে ভাড়া বাড়ি নিয়ে থাকতেন প্রবাল ও বুল্টি। কিন্তু পণের জন্য অত্যাচার বন্ধ হয়নি। অভিযোগ দোলের দিন রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর ওপর প্রবল অত্যাচার শুরু করে প্রবাল। প্রথমে বেদম মারধর করা হয়। তারপর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় তাঁকে। এই ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।