State

পুলিশের ব্যারিকেড ভেঙে সিউড়ির প্রশাসনিক ভবনে ঢুকে পড়লেন ছাত্ররা

Published by
News Desk

ভাড়া নিয়ে গণ্ডগোলের শুরু। গত দুদিন ধরে তা নিয়েই বাস মালিক সংগঠনের সঙ্গে শহরের ছাত্রদের একাংশের গণ্ডগোল চলছে। প্রতিবাদে গত ২ দিন বাসও বন্ধ রাখেন বাস মালিকরা। শুক্রবার সেই বাস চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হয়। অন্যদিকে এদিন ভাড়া নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল বার করেন ছাত্ররা। মিছিল হাজির হয় সিউড়ি প্রশাসনিক ভবনের সামনে। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকে পড়েন বিক্ষোভরত ছাত্ররা। তাঁদের দাবি, ভাড়া নিয়ে ছাত্রদের সঙ্গে বাস মালিকদের এই বিবাদে পাশে দাঁড়াক প্রশাসন। প্রশাসনিক ভবনের গেটের সামনেও অবস্থান বিক্ষোভ করেন ছাত্ররা। সবমিলিয়ে সিউড়ি এদিন ছাত্র বিক্ষোভে উত্তাল।

 

Share
Published by
News Desk