State

সম্পত্তি নিয়ে বচসা, বোনের পেটে ভাইয়ের লাথি

Published by
News Desk

বাপের বাড়িতেই থাকতেন নমিতা বেরা। স্বামী পরিত্যক্তা মধ্যবয়সী নমিতার এক বছর কুড়ির ছেলেও রয়েছে। পূর্ব মেদিনীপুরেরে কোলাঘাটের ভোগপুরে তাঁর পৈতৃক বাড়িতে থাকলেও নমিতা চাইছিলেন সম্পত্তি ভাগ হয়ে যাক। নিজের ভাগ হিসাবে পৈতৃক একটি জমি চান তিনি। সেই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। ওই জমিটি অত্যন্ত মূল্যবান বলে জানিয়ে ভাইয়েরা তাঁকে সেই জমি দিতে রাজি ছিলেন না। অভিযোগ গত রবিবার রাতে এই নিয়ে ভাইদের সঙ্গে নমিতার প্রবল বচসা বাধে। বচসার মাঝেই মেজভাই প্রদীপ বাগ নমিতা বেরার পেটে লাথি মারে বলে অভিযোগ। লুটিয়ে পড়েন নমিতা। এরপর মেচেদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত প্রদীপ বাগকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk