State

মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে রুখে দাঁড়ানোয় কুপিয়ে খুন যুবক

Published by
News Desk

মহিলাদের প্রতি অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন তিনি। প্রতিবাদের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করে প্রতিবাদের ‘শাস্তি’ দিল দুষ্কৃতীরা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। শিবরাত্রি উপলক্ষে বজবজের নোদাখালির মায়াপুরের মাঠে একটি মেলা বসেছিল। প্রতি বছরই এখানে মেলা বসে। গভীর রাত পর্যন্ত নানা অনুষ্ঠান হয়। মহিলাদেরও ভিড় থাকে। এখানেই কয়েকজন মহিলার সঙ্গে স্থানীয় কয়েকজন যুবককে অশালীন আচরণ করেত দেখেন বছর ২৬ এর যুবক মোস্তাকিন শেখ ও তাঁর বন্ধুরা। মহিলাদের সম্ভ্রম রক্ষায় রুখে দাঁড়ান তাঁরা। ফলে তখনকার মত সেখান থেকে চলে যায় দুষ্কৃতীরা। কিন্তু বিষয়টা যে সেখানেই শেষ হয়নি তা পরিস্কার হল গত শনিবার রাতে। অভিযোগ কয়েকজন বন্ধুর সঙ্গে রাতে বাড়ি ফেরার সময় নোদাখালির একটি মাঠে তাঁদের ঘিরে ধরে হাবিবুর ও তার দলবল। কেন তার আগের দিন তাদের বিরুদ্ধে মোস্তাকিনরা মুখ খুলেছিলেন তার জবাব চেয়ে মারধর শুরু করে তারা। মোস্তাকিন ও তাঁর এক বন্ধুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় পাশের একটি ঝোপের মধ্যে। সেখানেই বেপরোয়াভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় তাঁদের। ঘটনাস্থলেই মোস্তাকিনের মৃত্যু হয়। তাঁর বন্ধুর অবস্থা গুরুতর। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। অভিযুক্ত হাবিবুরকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করে ৪ জনকে জিজ্ঞাসাবাদও করছে তারা। ঘটনাস্থলেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

 

Share
Published by
News Desk