State

বিবাহিত প্রেমিকের অ্যাসিড হামলা, হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী

Published by
News Desk

ফের রাজ্যে অ্যাসিড হামলা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরেরে সবং। অভিযোগ স্থানীয় যুবক দিগ্বিজয় প্রধান বিগত এক বছর ধরে এক ছাত্রীকে লাগাতার কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিবাহিত ওই যুবক মাঝেমধ্যেই তাকে উত্যক্ত করত। এ বছর ওই ছাত্রীর মাধ্যমিক দেওয়ার কথা। অভিযোগ জীবনের এমন এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে যখন ওই ছাত্রী পরীক্ষা নিয়ে ব্যস্ত তখনই গত রবিবার মাঝরাতে কোনওভাবে তার বাড়িতে ঢোকে ওই যুবক। তারপর তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। অ্যাসিডে ছাত্রীর মুখের একাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর পরিবারের অভি‌যোগক্রমে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk